ব্যক্তিগত অনুষ্ঠানে গিয়ে নতুন বিতর্কে শাহরুখপুত্র আরিয়ান খান

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫, ১৩:০০

সংগৃহীত

বলিউড বাদশাহ শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান আবারও নতুন বিতর্কের কেন্দ্রে। প্রথম ওয়েব সিরিজ ‘ব্যাডস অব বলিউড’ নির্মাণ করে প্রশংসা কুড়ানোর পরই হঠাৎ আলোচনার কেন্দ্রবিন্দুতে এলো তাঁর বেঙ্গালুরুর সাম্প্রতিক ঘটনা। ব্যক্তিগত অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে জনসমক্ষে ‘অশালীন’ ইঙ্গিত করায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন এই তরুণ নির্মাতা। ঘটনাটির ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ২৮ নভেম্বর বেঙ্গালুরুর অশোকনগর এলাকায় একটি ব্যক্তিগত অনুষ্ঠানে যোগ দেন আরিয়ান খান। পরে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে একটি স্থানীয় পাব-এ দেখা যায় তাঁকে। সেখানেই আনন্দের মুহূর্তে ক্যামেরার সামনে মধ্যমা আঙুল তুলে বসেন তিনি। ঠিক সেই ভঙ্গিমার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় সমালোচনার ঝড়।

নেটিজেনদের একাংশ অভিযোগ তুলেছেন—শাহরুখপুত্র হিসেবে আরিয়ানের উচিত ছিল আচরণে আরও সংযমী হওয়া। কেউ কেউ দাবি তুলেছেন, এই ঘটনার জন্য কর্ণাটক পুলিশ যেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয়। তবে এ বিষয়ে পুলিশ এখনো কোনো মন্তব্য করেনি।

উল্লেখ্য, ২০২১ সালের মাদক–কাণ্ডে গ্রেপ্তারের পর দীর্ঘ সময় মিডিয়া ও জনসমক্ষে এড়িয়ে চলছিলেন আরিয়ান খান এবং খান পরিবার। সেই সময় এক সাক্ষাৎকারে শাহরুখ খান বলেন, “গত চার-পাঁচ বছরের যাত্রাটা আমাদের পরিবারের জন্য খুব কঠিন ছিল। কোভিডের পাশাপাশি আমার ছবিগুলোর ব্যর্থতা অনেকেই আমার ক্যারিয়ার শেষ বলে ধরে নিয়েছিল।”

বর্তমানে পরিস্থিতি অনেকটাই বদলেছে—শাহরুখের ফিরে আসা ব্লকবাস্টার, আরিয়ানের নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ—সব মিলিয়ে খান পরিবার আবার স্বস্তিতে ফিরছিল। তবে নতুন এই বিতর্কের জল কতদূর গড়ায়, সেটিই এখন দেখার বিষয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top