‘ঋতুকামিনী’ মুক্তির অপেক্ষায় অধরা খান, সজলের সঙ্গে প্রথম জুটি
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫, ১৩:০২
চিত্রনায়িকা অধরা খান একাধারে ভ্রমণপ্রেমী এবং অভিনয়ের প্রতি একাগ্র। বর্তমানে দেশের বাইরে থাকলেও নিজের নতুন সিনেমা ‘ঋতুকামিনী’–কে ঘিরে তাঁর অপেক্ষার পারদ বেড়েই চলেছে। নায়ক সিনেমা খ্যাত এই নায়িকার ভাষ্যে—এবারের গল্প একেবারেই আলাদা, আর সেই কারণেই দর্শকের সামনে হাজির করতে মুখিয়ে আছেন তিনি।
‘মাতৃত্ব’খ্যাত নির্মাতা জাহিদ হোসেন পরিচালনা করেছেন ‘ঋতুকামিনী’। গত বছর শেষ হয় চলচ্চিত্রটির নির্মাণকাজ। এতে অধরার বিপরীতে আছেন জনপ্রিয় অভিনেতা সজল—অধরা–সজলের এটি প্রথম জুটি। এর আগে অধরা অভিনয় করেছেন সাইমন সাদিক, বাপ্পি চৌধুরীসহ বেশ কয়েকজন নায়কের সঙ্গে।
নতুন সিনেমা নিয়ে অধরা বলেন, “ঋতুকামিনীর গল্পটা এক কথায় অন্যরকম। আমাদের দেশে এমন গল্প নিয়ে খুব বেশি সিনেমা হয়নি। জাহিদ ভাই অত্যন্ত গুণী পরিচালক। তাঁর ‘মাতৃত্ব’ সিনেমা সম্পর্কে জানি, যদিও দেখা হয়নি। তাঁর সঙ্গে কাজ করে অনেক কিছু শিখেছি। গল্প, নির্মাণশৈলী, অভিনয়—সব দিক থেকেই এটি একটি পরিপূর্ণ সিনেমা। হলে গিয়ে দেখার জন্য আমিও অধীর আগ্রহে আছি। আশা করি দর্শকের ভালোবাসা পাবে সিনেমাটি।”
সিনেমাটিতে অধরা একজন গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। তাঁর সঙ্গে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপা খন্দকার, রীনা খানসহ অনেকে।
অধরা খান এর আগে ‘নায়ক’, ‘মাতাল’, ‘পাগলের মতো ভালোবাসি’, ‘সুলতানপুর’–এ অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। মুক্তির অপেক্ষায় আছে তাঁর আরেকটি চলচ্চিত্র ‘দখিন দুয়ার’, যেটি নির্মাণ করেছেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।