অগ্নিদগ্ধ জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ এখন কেমন আছেন?

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫, ১৩:০৪

সংগৃহীত

অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে অগ্নিদগ্ধ হলেন দেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) তাঁর নতুন চলচ্চিত্র ‘মালিক’–এর শুটিং সেটে হঠাৎ পায়ে আগুন ধরে যায়। গুরুতর পরিস্থিতির মধ্যেও আহত অবস্থায় শুটিং সম্পন্ন করেন তিনি।

দুর্ঘটনার পর থেকেই উদ্বেগে ভক্তরা। তাঁরা জানতে চান—এখন কেমন আছেন প্রিয় অভিনেতা? শুটিং ইউনিট সূত্রে জানা গেছে, শুভ বর্তমানে আগের তুলনায় অনেকটাই ভালো আছেন। চলতি মাসের শেষ পর্যন্ত টানা শুটিং করে এরপর ঢাকায় ফিরবেন তিনি।

সূত্র জানায়, ওইদিন একটি অ্যাকশন দৃশ্যের জন্য আরিফিন শুভর শরীরের নিচের অংশে ‘নিয়ন্ত্রিত আগুন’ দেওয়ার পরিকল্পনা ছিল। সব প্রস্তুতিও ছিল ঠিকঠাক। কিন্তু ক্যামেরা চালু হতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই তাঁর পায়ে থাকা আগুন ভয়াবহ রূপ নেয়।

আগুন লাগার পর শুভ প্রথমে নিজেই শিখা নেভানোর চেষ্টা করেন, কিন্তু তাতে কাজ হয়নি। আগুনের তাপে ভারসাম্য হারিয়ে তিনি মাটিতে পড়ে যান। ঠিক তখনই শুটিং ইউনিটের সদস্যরা দৌড়ে এসে আগুন নেভান এবং দ্রুত প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

ঘটনার পর পরিচালক সাইফ চন্দন শুটিং স্থগিত করার সিদ্ধান্ত নিলেও শুভ তাতে বাধা দেন। আঘাত পেয়েও তিনি বিরতি না নিয়ে আবার ক্যামেরার সামনে দাঁড়ান। দৃঢ়তা ও পেশাদারিত্বে মুগ্ধ ইউনিটের অনেকেই।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top