জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার নৈশভোজে কেটি পেরি–জাস্টিন ট্রুডো জুটি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫, ১৩:০৪

সংগৃহীত

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর থেকে মার্কিন পপ তারকা কেটি পেরির প্রেমে মগ্ন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সম্পর্কটি দীর্ঘদিন ধরে গোপন রাখলেও এবার প্রকাশ্যে আসছে। গত অক্টোবর ক্যালিফোর্নিয়ার সান্টা বারবারায় চুম্বনরত অবস্থায় ক্যামেরাবন্দি হওয়ার পর এবার তাঁরা হাজির হয়েছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার বাড়িতে।

আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, ট্রুডো এবং কেটি পেরি শেষ মুহূর্তে কেটির বিশ্ব ভ্রমণের শিডিউল পরিবর্তন করে টোকিওতে উপস্থিত হন। ৩ ডিসেম্বর কিশিদার বাড়িতে নৈশভোজে যোগ দেন এই আলোচিত জুটি। কিশিদা সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো প্রকাশ করে লিখেছেন, “প্রেমিকা কেটি পেরিকে নিয়ে জাপানে এসেছেন জাস্টিন ট্রুডো। আমাদের সঙ্গে নৈশভোজও করেছেন তাঁরা।”

ট্রুডোও পোস্টে প্রতিক্রিয়া দিয়ে বলেন, “ইউকো এবং তোমার সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ পেয়ে খুব ভালো লাগল। আমাদের বন্ধুত্ব অটুট রাখার জন্য ধন্যবাদ ফুমিও।” এরপর কিশিদা প্রতিত্তরে লিখেছেন, “ধন্যবাদ, তুমি আর কেটি ভালো করে ছুটি কাটাও।”

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা যায়, কিশিদা ও তাঁর স্ত্রী ইউকোর সঙ্গে দাঁড়িয়ে আছেন জাস্টিন ট্রুডো ও কেটি পেরি। এক ফ্রেমে ট্রুডোর পিঠে হাত দিয়ে ক্যামেরার দিকে পোজ দিয়েছেন কেটি।

এই ছবির প্রকাশের সঙ্গে সঙ্গে নেটপাড়া তোলপাড়, ভক্তরা এবং আন্তর্জাতিক গণমাধ্যম উভয়ই এই নতুন জুটির সম্পর্ক নিয়ে আলোচনা শুরু করেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top