অক্ষয়ের 'ডাবল টাইমিং' এর জন্য বিয়ে ভেঙে দেন শিল্পা শেঠি
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫, ১৩:১০
পর্দার ‘খিলাড়ি’ অক্ষয় কুমার এক সময় বাস্তব জীবনেও ছিলেন প্রেমের খিলাড়ি। একাধিক নায়িকার সঙ্গে তাঁর সম্পর্ক চলত, যার মধ্যে সবচেয়ে আলোচিত ছিল শিল্পা শেঠি। যুগলটি কথাবার্তা এমন পর্যায়ে পৌঁছেছিল যে বিয়ের পরিকল্পনাও হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কাগজ-কলমে বাঁধা পড়েননি তারা।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বিয়ের পেছনে নানা শর্ত ছিল শিল্পার পরিবারের। পরিচালক সুনীল দর্শনের মতে, শিল্পার মা-বাবা অক্ষয় কুমারের সামনে কিছু শর্ত রেখেছিলেন, যার মধ্যে প্রধান ছিল শিল্পার আর্থিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা। তবে শর্তগুলোর বিস্তারিত কখনো প্রকাশ্যে আলোচনা করেননি শিল্পা বা অক্ষয়।
তবে গুঞ্জন ছিল, বিয়ের আগে একই সময়ে অক্ষয় কুমারের সম্পর্ক ছিল টুইঙ্কল খানের সঙ্গে। বিষয়টি শিল্পার কানে গেলে তিনি আর পা বাড়াননি এবং বিয়ে ভেঙে দেন। এ বিষয়ে দুজনই কখনও মুখ খোলেননি।
এরপর ২০০১ সালে অক্ষয় কুমার বিয়ে করেন টুইঙ্কল খানকে। দুই যুগের পরও তারা সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন। অন্যদিকে ২০০৯ সালে শিল্পা শেঠি ব্যবসায়ী রাজ কুন্দ্রার সঙ্গে বিবাহিত হন এবং বর্তমানে তাদেরও দিন কাটছে শান্তি ও সুখে।
অক্ষয়–শিল্পা–টুইঙ্কলের এই প্রেম ও বিয়ের ইতিহাস এখনও বলিউড পাড়ায় কৌতূহল জাগায়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।