শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

কণ্ঠশিল্পী কাজী শুভর বাবা মারা গেছেন

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫, ১৬:২৬

সংগৃহীত

জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভর বাবা কাজী শাহ আলম মারা গেছেন। বার্ধক্যজনিত অসুখে ভুগে শুক্রবার রাত তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন কাজী শুভ নিজেই।

আজ শনিবার (৬ ডিসেম্বর) কাজী শুভ ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন, “আব্বা আর নাই।” তার পোস্টে ভক্ত ও অনুরাগীরা শোক ও সমবেদনা জানাচ্ছেন।

সংবাদমাধ্যমকে কাজী শুভ জানিয়েছেন, রাত ৮টায় বাংলাদেশের বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার বাবার জানাজা অনুষ্ঠিত হবে। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে। কাজী শাহ আলম ছিলেন বিজেএমসি কর্মকর্তা।

কাজী শুভ বৈচিত্রময় ধাঁচের গানে কণ্ঠ দিয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন। ‘জ্বলে ওঠো বাংলাদেশ’ এবং ‘মন পাঁজরে’ গানগুলো দিয়ে তিনি সহজেই নিজেকে চিনিয়েছেন। কণ্ঠের পাশাপাশি সুরেও দক্ষ, তার অডিওতে গাওয়া ও সুর করা অনেক গান শ্রোতাপ্রিয় হয়েছে। বিশেষ করে ফোক গানে তার গ্রহণযোগ্যতা বেশি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top