সজল-অপুর নতুন সিনেমা ‘দূর্বার’ শুরু হতে চলেছে শীঘ্রই
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫, ১৭:১৪
জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল নতুন সিনেমা ‘দূর্বার’ এ চুক্তিবদ্ধ হয়েছেন। এতে তার সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছবিটির পরিচালনা করছেন নতুন পরিচালকেরূপে আত্মপ্রকাশ করা কামরুল হাসান ফুয়াদ।
সিনেমাটি মার্ডার মিস্ট্রি থ্রিলার ঘরানার, তবে এতে থাকবে রোমান্স এবং ড্রামার মিশেল। গল্প ও চিত্রনাট্য করেছেন আবদুল্লাহ জহির বাবু। ছবিতে আরও অভিনয় করছেন জান্নাতুল নূর মুন এবং সানজু জন।
পরিচালক ফুয়াদ জানান, “এখন পর্যন্ত অনেকগুলো ফিকশন ও বিজ্ঞাপন নির্মাণ করেছি। প্রথম সিনেমার নায়ক হিসেবে সজল ভাইকে নিয়ে কাজ করার ইচ্ছে ছিল। অপু বিশ্বাস গল্প পছন্দ করার পর তাকে নায়িকা হিসেবে চেয়েছি।”
শুটিং শুরু হবে আগামী ১৬ ডিসেম্বর, শুটিংয়ের আগে ১৪ ডিসেম্বর আনুষ্ঠানিক ফটোশুটের পরিকল্পনা রয়েছে। সিনেমার শুটিং হবে ঢাকা, রাজশাহী এবং নেপাল এ। ছবিতে তিনটি গান থাকবে, গাইবেন ইমরান মাহমুদুল, কনা ও বেলাল খান। সব ঠিক থাকলে সিনেমাটি আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি পাবে।
এদিকে, আব্দুন নূর সজল সম্প্রতি শেষ করেছেন রাশেদা আক্তার লাজুক পরিচালিত ‘শাপলা শালুক’ এর শুটিং। অপু বিশ্বাসও ‘দূর্বার’ শেষ হলে বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’ সিনেমার শুটিং শুরু করবেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।