সম্পূর্ণ নগ্ন হয়ে অভিনয়ের অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী জেসিকা অ্যালবা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫, ১৭:১৫
সৌদি আরবের জেদ্দায় চলমান রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পঞ্চম আসরে গেলকাল নিজের ক্যারিয়ার নিয়ে আলোকপাত করেছেন হলিউড অভিনেত্রী জেসিকা অ্যালবা।
অ্যালবা জানান, ২০০৫ সালে টিম স্টোরি পরিচালিত মার্ভেলের ছবি ‘ফ্যান্টাস্টিক ফোর’-এ সু স্টর্ম চরিত্রে অভিনয় করতে গিয়ে একটি দৃশ্যে তিনি ব্রিজের ওপর সম্পূর্ণ নগ্ন অবস্থায় ছিলেন। তিনি বলেন, “ওই দৃশ্য ছিল ভয়ানক। বাস্তব জীবনে এটি আমাকে প্রচণ্ড অস্বস্তিতে ফেলেছিল। আমি রক্ষণশীল পরিবারে বড় হয়েছি এবং নিজেও সংযত মানুষ। অনেক দিন ধরে ওই দৃশ্যের কথা ভাবলেই ভয় লাগত এবং এখনো তা আমাকে কষ্ট দেয়।”
তবুও, অ্যালবা সু স্টর্ম চরিত্রটিকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। তিনি বলেন, “সুপারহিরো ও অ্যাকশন ছবিতে সেই সময় নারী চরিত্রগুলো সাধারণত সমস্যার সমাধানের অপেক্ষায় থাকত। সু স্টর্ম ছিল আলাদা—মা-সুলভ, দয়ালু, কিন্তু দৃঢ় ও স্পষ্ট মতাদর্শের। আমি তাকে খুব ভালোবাসি।”
এছাড়া জেসিকা অ্যালবা জানান, তিনি ডাকোটা জনসনের নতুন সিনেমা ‘আ ট্রি ইজ ব্লু’-এ অভিনয় করছেন। সেখানে তার সঙ্গে থাকবেন ব্রিটিশ গায়িকা চার্লি এক্সসিএক্স এবং অভিনেত্রী ভ্যানেসা বার্গহার্ট। সম্প্রতি তিনি তার প্রযোজনা সংস্থা লেডি মেটালমার্ক এন্টারটেইনমেন্ট শুরু করেছেন, যার লক্ষ্য হলিউডে বৈচিত্র্যময় গল্পকে সামনে আনা।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।