শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

ট্রোলিংয়ের মুখে নিজের মানসিক শান্তি কিভাবে রাখেন সোনাক্ষী সিনহা?

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫, ১৭:১৭

সংগৃহীত

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা তার ব্যক্তিগত জীবন ও শারীরিক গঠন নিয়ে নেটিজেনদের সমালোচনার মুখে প্রায়ই পড়েছেন। বিশেষ করে, মুসলিম ছেলে জাহির ইকবালকে বিয়ে করার পর তাকে বহু ট্রল ও কটু মন্তব্যের মুখোমুখি হতে হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি প্রকাশ করেছেন কীভাবে এসব পরিস্থিতিতে নিজের মানসিক শান্তি বজায় রাখেন।

সোনাক্ষী সিনহা বলেন, “যারা আমার জীবন নিয়ে এত আগ্রহ দেখাচ্ছেন, তাদের আমি ব্যক্তিগতভাবে চিনি না। আমি এই পৃথিবীর প্রথম কিংবা শেষ নারী নই, যে ভিন্নধর্মে বিয়ে করেছে। একজন পরিণত নারী হিসেবে নিজের সিদ্ধান্ত নিয়েছি, এতে অসুবিধা কোথায়, আমি বুঝি না।”

তিনি আরও জানান, বিয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এত বাজে মন্তব্যের কারণে মন্তব্য বিভাগ বন্ধ করে রেখেছিলেন। এছাড়া অনেক অচেনা হ্যান্ডলকেও ব্লক করতে হয়েছে তাকে।

সাক্ষাৎকারে সোনাক্ষী স্পষ্ট করেছেন, নিজের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি কোনো সমালোচনার প্রতি মনোযোগ দেন না এবং নিজের আত্মবিশ্বাস বজায় রেখেই এগোচ্ছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top