শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

মোদিকে খোঁচা,নেহা সিংহ রাঠৌরের বিরুদ্ধে একাধিক মামলা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৪

সংগৃহীত

ভারতে ক্ষমতাসীনদের সমালোচনা করলে প্রতিক্রিয়া আসা অস্বাভাবিক নয়। সেই বাস্তবতার মুখোমুখি হয়েছেন ভোজপুরি গায়িকা নেহা সিংহ রাঠৌর। কাশ্মীরের পহেলগাম হামলার ঘটনাকে ঘিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করায় এবার মামলার জালে জড়িয়েছেন এই শিল্পী।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, পহেলগাম হামলার পর নেহা সিংহ অভিযোগ তোলেন যে, দেশের নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতার দায় প্রধানমন্ত্রীকেই নিতে হবে। তিনি মন্তব্যে বলেন, “কেন্দ্রীয় সরকার ধর্মগন্ধী। জাতি ও ধর্মের ওপর ভিত্তি করেই দেশ চলছে।” মুহূর্তেই তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে নিজের অবস্থান ব্যাখ্যা করে নেহা জানান, পর্যটকদের ওপর হামলা ও নিরাপত্তাহীনতা নিয়ে প্রশ্ন তোলাই ছিল তার মূল বক্তব্য। একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে এ ধরনের প্রশ্ন তোলার অধিকার তার আছে বলেও মন্তব্য করেন তিনি।

তবু কোনো যুক্তিই তাকে আইনি ঝামেলা থেকে রক্ষা করতে পারেনি। গতকাল শুক্রবার এলাহাবাদ হাই কোর্ট তার আগাম জামিনের আবেদন খারিজ করে দেয়। তার ওই মন্তব্যের জেরে লখনউয়ের হজরতগঞ্জ থানায় মামলা হয়। শুধু তাই নয়, উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায়ও একই অভিযোগে একাধিক মামলার মুখোমুখি হয়েছেন নেহা সিংহ রাঠৌর।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top