রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

নিউইয়র্কের রাস্তায় জিজি হাদিদ–ব্র্যাডলি কুপার জুটি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩৩

সংগৃহীত

ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন সুপার মডেল জিজি হাদিদ ও মার্কিন অভিনেতা–নির্মাতা ব্র্যাডলি কুপারের ঘনিষ্ঠতা নিয়ে বহুদিন ধরেই আলোচনায় বিনোদন দুনিয়া। যদিও তারা কখনো প্রকাশ্যে সম্পর্কের বিষয়টি স্বীকার করেননি, বিভিন্ন সময় একসঙ্গে দেখা যাওয়ায় ভক্তদের ধারণা আরও দৃঢ় হয়। এবার নিউইয়র্কের রাস্তায় ইনস্টাগ্রাম ক্রিয়েটর ডেভিড কার্মির ক্যামেরায় হঠাৎই ধরা পড়লেন এই তারকা জুটি। ‘কনফিডেন্স হেইস্ট’ সিরিজে প্রথমবারের মতো পাশাপাশি দাঁড়িয়ে প্রশ্নের মুখোমুখি হন তারা।

কার্মি মাইক্রোফোন এগিয়ে দিতেই প্রথমে উত্তর দেন জিজি। তিনি জানান, তার আত্মবিশ্বাসের উৎস হচ্ছে—আনন্দ খুঁজে পাওয়া। ক্রিয়েটরকে চিনে নিয়ে তিনি বলেন, “তোমার ভিডিও আমি দেখেছি।” এরপর ব্র্যাডলি কুপার জানান, তার আত্মবিশ্বাসের উত্স হলো—“জীবিত থাকা।” কুপারের এই উত্তর শুনে উপস্থিত জনতার মাঝে হাসি–উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

পরিশেষে যারা আত্মবিশ্বাসে সংকটে ভোগেন, তাদের জন্য পরামর্শ দিতে বললে জিজি বলেন,

“দিন ধরে দিন—একটা একটা করে এগিয়ে চলো।”

২০২৩ সালে সাধারণ বন্ধুদের মাধ্যমে পরিচয়ের পর থেকেই নিউইয়র্কে নিয়মিত একসঙ্গে সময় কাটাতে দেখা যায় জিজি ও ব্র্যাডলিকে। ২০২৪ সালে টেইলর সুইফটের কনসার্ট থেকে শুরু করে একাধিক ব্যক্তিগত ছুটি—সব জায়গাতেই তাদের একসঙ্গে দেখা যায়। একই বছরের শেষে এক সাক্ষাৎকারে জিজি প্রথমবার পরোক্ষভাবে ব্র্যাডলির প্রশংসা করে জানান, ভিক্টোরিয়াস সিক্রেট ফ্যাশন শোতে দূর থেকে তাকে সমর্থন জানিয়েছিলেন অভিনেতা।

যদিও সম্পর্ক নিয়ে তারা আনুষ্ঠানিক ঘোষণা দেননি, তবুও সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের ঘনিষ্ঠতা এখন হলিউড অঙ্গনে এক প্রকার খোলামেলা রহস্যেই পরিণত হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top