বিবাহের এক বছর পূর্তিতে স্বামীর সঙ্গে মজার বার্তা দিলেন তানজিকা আমিন
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩৩
অভিনেত্রী তানজিকা আমিন অভিনয়, ব্যক্তিজীবন ও সংসার—সব মিলিয়ে বছরজুড়ে থাকেন ব্যস্ততায়। এর মাঝেই নতুন জীবনের প্রথম বছর পূর্ণ করলেন তিনি। ২০২৪ সালের ৬ ডিসেম্বর মায়ের শাড়ি পরে অস্ট্রেলিয়াপ্রবাসী সাইফ বসুনিয়াকে বিয়ে করেন এই অভিনেত্রী। সাইফ দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ধরে সিডনিতে বসবাস করছেন।
বিয়ের পর থেকেই তানজিকার ব্যস্ততা আরও বেড়েছে। দেশের পাশাপাশি নিয়মিত যেতে হচ্ছে অস্ট্রেলিয়াতেও। ট্র্যাভেল, কাজ আর সংসার—সব মিলিয়ে তার সময় কাটছে দৌঁড়ঝাঁপে।
বিবাহের এক বছর পূর্তিতে স্বামীর সঙ্গে একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন তানজিকা। ছবিতে দেখা যায়—তিনি স্বামীর বুকে মাথা রেখে আছেন। ছবির সঙ্গে যুক্ত করেছেন মজাদার ও খুনসুটিভরা একটি ক্যাপশন। সেখানে তিনি লিখেছেন—
“আমার স্বামীর সঙ্গে ১ বছর উদযাপন… বিরক্তিকর? হ্যাঁ। ভুলে যায়? অবশ্যই। রোজ বকা খায়? প্রতিদিনই। আমার মগজ খায়? সবসময়। তারপরও সাইফ কি তোমার প্রিয় মানুষ? দুর্ভাগ্যবশত… তবুও হ্যাঁ।”
শেষে স্বামীকে উদ্দেশ করে লেখেন—“শুভ বিবাহবার্ষিকী, সাইফ।”
এদিকে ডিসেম্বর মাসে মুক্তি পাচ্ছে তানজিকা অভিনীত দুটি ওয়েব ফিল্ম—‘ডিমলাইট’ এবং ‘অমীমাংসিত’।
‘ডিমলাইট’-এ তানজিকা রূপ দিয়েছেন মধ্যবিত্ত পরিবারের এক গৃহিণীর চরিত্রে। মিডলাইফ ক্রাইসিসের গল্পে নির্মিত এই ওয়েব ফিল্মে তার চরিত্রের নাম তানিয়া, আর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এটি চরকিতে মুক্তি পাচ্ছে ১১ ডিসেম্বর।
অন্যদিকে ‘অমীমাংসিত’ ওয়েব ফিল্মটি তানজিকা শেষ করেছিলেন দুই বছর আগে। সেন্সর জটিলতায় আটকে থাকলেও অবশেষে এই ডিসেম্বরে মুক্তি পাচ্ছে। এখানে তিনি অভিনয় করেছেন একজন সাংবাদিকের চরিত্রে, আর তার স্বামীর ভূমিকায় আছেন ইমতিয়াজ বর্ষণ।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।