রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

নতুন পরিকল্পনায় আবুল হায়াত

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩৫

সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় ও অভিজ্ঞ অভিনেতা আবুল হায়াত বর্তমানে নাটক, ওয়েব সিরিজ ও নিজস্ব নির্মাণ—সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছেন। একাধারে অভিনয়ের পাশাপাশি পরিচালনার কাজেরও পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন এই গুণী শিল্পী।

সম্প্রতি তিনি তরুণ নির্মাতা সেলিম রেজা পরিচালিত একটি নাটকের শুটিং শেষ করেছেন, যেখানে অভিনয় করেছেন অভিনেত্রী কেয়া পায়েলের দাদুর চরিত্রে। এরই মধ্যে তিনি অংশ নেবেন চয়নিকা চৌধুরী পরিচালিত আরেকটি নাটকের শুটিংয়েও।

অভিনয়ের পাশাপাশি সময় দিচ্ছেন ওয়েব সিরিজের প্রচারণায়ও। আগামী ১০ ডিসেম্বর তিনি অংশ নেবেন আরাফাত মোহসীন নিধি পরিচালিত ওয়েব সিরিজ ‘আৎকা’-এর প্রমোশনাল শুটিংয়ে। আর ১২ ডিসেম্বর উপস্থিত থাকবেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে।

ব্যস্ততার মাঝেও আসছে ঈদকে ঘিরে রয়েছে বিশেষ পরিকল্পনা। আবুল হায়াত জানান, তিনি রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে এবং নিজের চিত্রনাট্যে ‘সখিনা’ শিরোনামের একটি নাটক নির্মাণ করতে চান। শুটিং শেষ করার লক্ষ্যও জানিয়েছেন তিনি।

নিজের ব্যস্ততা প্রসঙ্গে আবুল হায়াত বলেন,

“এখন পর্যন্ত ‘সখিনা’ নিয়েই আমার পরিকল্পনা। মাসের শেষ দিকে বা আগামী মাসেই কাজটা শেষ করতে চাই। অভিনয়ই এখনো আমার মূল ব্যস্ততা। ফাঁকা সময়ে বাসায় থাকতে ভালো লাগে, পরিবারও তা চায়। কিন্তু মাঝেমধ্যে মন টেকে না, কাজের মাঝেই ডুবে থাকতে ভালো লাগে। আল্লাহ যেন সুস্থ রাখেন—সবাই দোয়া করবেন।”

দীর্ঘ ক্যারিয়ার জুড়ে অভিনয়, নির্মাণ এবং ব্যক্তিজীবনের ভারসাম্য ধরে রেখে আবুল হায়াত এখনো সমান উদ্যমে সক্রিয় পর্দায়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top