‘অভিষেকের সঙ্গে সময় কাটাতে’ নিরাপত্তাহীনতায় ভোগেন ঐশ্বরিয়া
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩৬
বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন আবারও মুগ্ধ করলেন তাঁর অতুলনীয় উপস্থিতিতে। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত রেড সি ফিল্ম ফেস্টিভালে যোগ দিতে গিয়ে নীল নয়নার রূপে ঝলসে উঠল আরবের মরুভূমিও। লালগালিচার একাধিক মুহূর্তে নজর কাড়ার পাশাপাশি তিনি ছিলেন এবারের অনুষ্ঠানের অন্যতম ‘শো-স্টপার’।
ফেস্টিভালে ঐশ্বরিয়ার সঙ্গে দেখা হয় হলিউড সেনসেশন ডাকোটা জনসনের। দু’জনের হালকা-ফুলকা, মজাদার কথোপকথন দ্রুতই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
তবে ইভেন্টের মূল আকর্ষণ ছিল অভিনেত্রীর মাস্টার ক্লাস, যেখানে তিনি অভিনয়ের নৈপুণ্য এবং চলচ্চিত্র বাছাইয়ের দৃষ্টিভঙ্গি নিয়ে খোলামেলা বক্তব্য রাখেন। প্রকল্প বেছে নেওয়ার সময় তিনি কখনোই নিরাপত্তাহীনতায় ভোগেন না—এ কথাও জানান স্পষ্টভাবে।
হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ঐশ্বরিয়া বলেন—
“আমি আরাধ্যার যত্ন নেওয়া এবং অভিষেকের সঙ্গে সময় কাটাতে এতটাই ব্যস্ত যে ছবিতে সই না করলে নিরাপত্তাহীনতায় ভুগি—এমনটা কখনোই হয়নি। নিরাপত্তাহীনতা আমার জীবনের চালিকাশক্তি নয়।”
এই বক্তব্যের মাধ্যমেই তিনি নীরবে ইতি টানলেন চলমান দাম্পত্য–জটিলতার গুঞ্জনে। বুঝিয়ে দিলেন—অভিষেকের সঙ্গেই আছেন তিনি, পরিবারের সঙ্গে সময় কাটানোই তাঁর কাছে সবচেয়ে মূল্যবান। যদিও বচ্চন পরিবারের, বিশেষ করে শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে তাঁর সমীকরণ নিয়ে নানা আলোচনা আছে, তবুও ঐশ্বরিয়া নিজের অবস্থান পরিষ্কার করলেন।
ফেস্টিভালের আরেক ভাইরাল ভিডিওতে তিনি বলেন—
“নিরাপত্তাহীনতায় না ভোগা আমার সত্তার স্বাভাবিক অংশ। অনেক সময় আশপাশের কণ্ঠস্বর আপনাকে প্রভাবিত করতে পারে, কিন্তু আমি কখনোই তা হতে দিইনি। আমার পুরো ক্যারিয়ারের সিদ্ধান্তগুলো এসেছে এক ধরনের অজানা স্পষ্টতা থেকেই।”
মডেলিং হয়ে আন্তর্জাতিক মঞ্চ জয় করার পর চলচ্চিত্রে আসেন ঐশ্বরিয়া। তাঁর প্রথম দিকের গুরু, ‘ইরুভার’-এর পরিচালক মণিরত্নম একবার বলেছিলেন—“আমি ঐশ্বরিয়াকে লঞ্চ করছি না, আমি শুধু একটা সিনেমা করছি।” আর সেই চরিত্রই বুঝিয়েছিল ঐশ্বরিয়াকে—এই ধরনের ছবিই তিনি করতে চান।
বিশ্বজয়ী রূপ, পরিপক্ব অভিনয় আর বলিষ্ঠ ব্যক্তিত্ব—সব মিলিয়ে রেড সি ফিল্ম ফেস্টিভালেও আবার প্রমাণ করলেন তিনি এখনো মুগ্ধতার নাম, ঐশ্বরিয়া রাই বচ্চন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।