বিচ্ছেদের পর একাই পথ চলছেন সালমা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৬, ১৩:২৩
বিনোদন জগতের জনপ্রিয় সংগীতশিল্পী সালমা সম্প্রতি ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন। কিছুদিন আগে তার সংসার জীবনে বিচ্ছেদ ঘটে। তবে তিনি এটিকে কোনো বিপর্যয় মনে করছেন না। সালমা বলেন, “জীবনে অনেক কিছুই ঘটবে। সেটাকে আঁকড়ে ধরে থাকলে জীবন চলবে না। বরং জীবনকে জীবনের মতোই চলতে দেওয়া উচিত।”
বিচ্ছেদের পর তিনি আরও বেশি প্রত্যয়ী ও স্থির হয়ে গেছেন। সালমা জানান, বাকি জীবন তিনি একাই পথ চলতে চান এবং নিজের মতো করে বাঁচতে চান। তাই এখন তার ভাবনায় শুধুই গান আর গান। আগে যেমন নিয়মিত গান করতেন, এখন আরও বেশি সময় দিচ্ছেন তিনি।
চার বছর আগে ইউটিউবে নিজের চ্যানেলে ‘পিরিতের ঘর’ শিরোনামের একটি গান প্রকাশ করেছিলেন সালমা। সম্প্রতি গানটি আবারও আলোচনায় এসেছে। গীতিকার তারেক আনন্দ ফেসবুকে গানটি শেয়ার করে লিখেছেন, “গানটা ধীরে ধীরে মানুষের মাঝে ছড়িয়ে পড়ছে। সালমার কণ্ঠ সবসময় সুন্দর।” সালমারও গানের প্রতি গভীর ভালোবাসা রয়েছে।
এদিকে বর্তমানে স্টেজ শোতে ব্যস্ত সময় পার করছেন সালমা। ২৪ জানুয়ারি তিনি কক্সবাজারে একটি স্টেজ শোতে গান পরিবেশন করেন। এর আগে সাভারের আশুলিয়ায় তার কন্ঠে গান শোনা গেছে। সালমা বলেন, “এখন জীবন নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা করি না। আল্লাহ আমাকে যেভাবে রেখেছেন, সেভাবেই ভালো থাকার চেষ্টা করছি। আমি চাই আমার সন্তানদের মানুষের মতো মানুষ করতে পারি। আর বুকে লালন করি আমার গান।”
তিনি আরও যোগ করেন, “গান গেয়েই আমি মানুষের অপরিসীম ভালোবাসা পেয়েছি। তাই গানের প্রতি মনোনিবেশ করে নতুন নতুন গান শ্রোতা-দর্শককে উপহার দিতে চাই। স্টেজ শোতেও গানকেই কেন্দ্র করব, অন্য কোনো ভাবনা নেই। চলার পথে সবার সহযোগিতা চাই।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।