শুটিংয়ে ছিটকে পড়ে গুরুতর চোট, ঐশ্বরিয়াকে বিমানে করে মুম্বাই পাঠান অমিতাভ
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৬, ১৩:২৫
বলিউডের বচ্চন পরিবার যেন এক তারার মেলা। অভিনেতা অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চনের স্ত্রী সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায়, পুত্রবধূ হওয়ার আগে থেকেই ছিলেন ‘বিগ বি’র সহশিল্পী। বেশ কিছু হিট সিনেমায় একসঙ্গে কাজ করেছেন তারা। সম্প্রতি তাদের একসঙ্গে শুটিং করা একটি দুর্ঘটনার স্মৃতি নতুন করে সামনে এসেছে।
২০০৩ সালে ‘খাকি’ ছবির শুটিং চলাকালীন নাসিকে ঐশ্বরিয়া গুরুতর চোট পান। একটি দৃশ্যে চলন্ত জিপে থাকার সময় ভারসাম্য হারিয়ে তিনি ছিটকে পড়ে যান। সঙ্গে থাকা সহঅভিনেতা অক্ষয় কুমার সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে ঝাঁপিয়ে পড়েন, কিন্তু তাতেও ঐশ্বরিয়ার শরীরে বেশ কিছু চোট হয়।
ঘটনার পর অমিতাভ বচ্চন দ্রুত ব্যবস্থা নেন। ঐশ্বরিয়ার মায়ের অনুমতি নিয়ে অনীল আম্বানির ব্যক্তিগত বিমানে মুম্বাই পাঠানো হয়, যেখানে সমস্ত সিট খুলে রাখা হয় যেন তিনি শুয়ে থাকতে পারেন। ‘বিগ বি’ পরে স্মরণ করেছেন, “দুর্ঘটনার পর টানা দুই দিন চোখের পাতা এক করতে পারিনি। সবসময় ওই দৃশ্য চোখের সামনে ভেসে থাকত। তার পিঠ ক্যাকটাসের কাঁটায় আটকে গিয়েছিল। গোটা শরীরে অসংখ্য গুরুতর চোট পেয়েছিল।”
‘খাকি’-এর শুটিংয়ে আরও অভিনয় করেছিলেন তুষার কাপুর, কিন্তু ঐশ্বরিয়ার দুর্ঘটনার পর পুরো টিমে উদ্বেগ বিরাজ করেছিল। এই ঘটনার মাধ্যমে অমিতাভ বচ্চনের সহানুভূতি এবং যত্নশীল দিক স্পষ্টভাবে ফুটে ওঠে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।