মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

বলিউডের আলোছায়া থেকে রিয়েল এস্টেটে রিমি সেনের নতুন পরিচয়

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৬, ১৩:২৭

সংগৃহীত

এক সময় অভিনয় ও সৌন্দর্য দিয়ে দর্শকপ্রিয় হয়ে ওঠেন বলিউড অভিনেত্রী রিমি সেন। কিন্তু ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থাতেই তিনি অভিনয়ে অনিয়মিত হয়ে যান এবং ধীরে ধীরে সিনেপর্দা থেকে হারিয়ে যান।

দীর্ঘ বিরতির পর আবারও আলোচনায় ফিরেছেন তিনি—স্ক্রিনে নয়, বরং রিয়েল এস্টেট ব্যবসায়। বর্তমানে রিমি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একজন রিয়েল এস্টেট এজেন্ট হিসেবে কাজ করছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেন, “দুবাইয়ের পরিবেশ অত্যন্ত গ্রহণযোগ্য ও ব্যবসাবান্ধব, যা আমাকে এই প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে সাহায্য করছে।”

দুই বছর আগে ইনস্টাগ্রামে প্রকাশিত কিছু ছবির কারণে রিমি সেন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। অনেকেই তার চেহারার পরিবর্তন দেখে প্লাস্টিক সার্জারি-এর গুঞ্জন ছড়ান। তবে তিনি নিজেই জানিয়েছেন, “আমি শুধুমাত্র ফিলার, বোটক্স এবং পিআরপি ট্রিটমেন্ট নিয়েছি—প্লাস্টিক সার্জারি হয়নি। যারা ভাবছেন এটা খারাপ হয়েছে, তারা ডাক্তারদের জানাতে পারেন।”

রিমি সেন মূলত বাঙালি অভিনেত্রী। তিনি হিন্দি, তেলেগু ও বাংলা চলচ্চিত্রে অভিনয়ে যথেষ্ট সুনাম অর্জন করেছেন। ২০০২ সালে তেলেগু সিনেমা ‘নি থোডু কাভালি’ দিয়ে প্রধান অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন। ২০০৩ সালে কমেডি সিনেমা ‘হাঙ্গামা’-র জন্য ফিল্মফেয়ার পুরস্কারে মনোনীত হন। এরপর তিনি ‘বাঘবান’, ‘ধুম’, ‘গরম মসলা’, ‘কিওঁ কি’, ‘দেওয়ানে হুয়ে পাগল’, ‘ফির হেরা ফেরি’ এবং ‘গোলমাল: ফান আনলিমিটেড’-এর মতো হিট সিনেমায় অভিনয় করেন।

বলিউডের পর্দা কাঁপালেও, বর্তমানে রিমি সেনের পুরো মনোযোগ ব্যবসা ও নিজস্ব পরিচয় রূপান্তরে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top