• ** জাতীয় ** রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বৈশ্বিক সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ** কাজের ভিসায় অস্ট্রেলিয়া যেতে আগ্রহীদের জন্য সতর্কবার্তা ** রোহিঙ্গাদের আরও সাড়ে ১১ কোটি ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র ** সারাদেশ ** এবার আখাউড়া দিয়ে ভারতে গেল ৩ হাজার ২২৫ কেজি ইলিশ ** লক্ষ্মীপুরে ১০ দোকান আগুনে পুড়ে ছাই ** সারাবিশ্ব ** জাতিসংঘের বিপুল সংস্কার প্রয়োজন : জার্মান পররাষ্ট্রমন্ত্রী ** পাকিস্তান ভিক্ষা করছে, ভারত চাঁদে যাচ্ছে : নওয়াজ শরীফ ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন: https://www.newsflash71.com ** সংবাদ ও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন: fb/newsflash71bd ** সব ধরনের ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন: youtube.com/newsflash71 


মিমির প্রেমের গল্প ফাঁস

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ৮ মার্চ ২০২১ ১৭:৫২

মিমি ও নুসরাত

টলিউডের জনপ্রিয় দুই মুখ নুসরাত জাহান মিমি চক্রবর্তী। দুজনেই চিত্রনায়িকা, সাংসদ। একে অপরের বেশ ভালো বন্ধু। একজন আরেকজনকে ডাকেনবোনুয়াবলে। তাদের মিষ্টি সর্ম্পকের কথা টলিপাড়ার সকলেরই জানা।


রাজনীতি থেকে শুরু করে অভিনয় দুনিয়ায় একসঙ্গে একাধিকবার দেখা গেছে তাদের। এবার মিমির প্রেমের গল্প ফাঁস করেছেন নুসরাত।ইনস্টাগ্রামে স্টোরিতে একটি ভিডিও শেয়ার করেছেন নুসরাত। তাতে দেখা গেছে, বিছানায় এক প্লেট মোমো এবং দুই রকমের চাটনি নিয়ে বসে আছেন মিমি। তার পরনে ছিল সাদা রঙের শার্ট ও নীল প্যান্ট। ক্যামেরার পেছন থেকে নুসরাতের প্রশ্ন, কী খাচ্ছ তুমি? মোমো খেতে খেতেই বান্ধবীর প্রশ্নের উত্তর দিয়েছেন মিমি। পাশাপাশি জানিয়েছেন, লাল চাটনি তার পছন্দের।

মিমি-নুসরাতের বন্ধুত্বের সর্ম্পকে ভাটা পড়েছে। এমন গুঞ্জনও ছড়িয়ে পড়েছিল টলিপাড়ায়। নুসরাত-মিমির কয়েকটি ইনস্টাগ্রাম পোস্ট সে গুঞ্জন বাড়িয়ে দিয়েছিল। তবে সে ‍গুঞ্জন উড়িয়ে দিয়েছেন মিমি-নুসরাত। জানিয়েছিলেন, তাদের সম্পর্কের তাল কাটেনি। দুই ‘বোনুয়া’র সমীকরণ রয়েছে আগের মতোই।

এনএফ৭১/ফামি/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

এই বিভাগের জনপ্রিয় খবর
Top