ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের প্রস্তাব: আইনমন্ত্রী

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৮ অক্টোবর ২০২০, ২০:৫২

নিজস্ব প্রতিবেদক:

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন, আইনমন্ত্রী আনিসুল হক। আগামী সোমবার (১২ অক্টোবর) মন্ত্রীসভায় উত্থাপন করা হবে বলেও জানান তিনি।

বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় আইনমন্ত্রী আনিসুল হক এ তথ্য জানিয়েছেন।

সম্প্রতি নোয়াখালী জেলার বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন এবং এই সময়ে আরও কয়েকটি ধর্ষণের ঘটনার প্রতিবাদে কয়েকদিন ধরে রাজধানীসহ  দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি করা হচ্ছে।

বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০-এর ৩৭৬ ধারায় ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড রয়েছে। এতে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি ধর্ষণের অপরাধ করে, তবে সে ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে অথবা ১০ বছর পর্যন্ত যেকোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে, এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হবে, যদি না ধর্ষিতা স্ত্রীলোকটি তার নিজ স্ত্রী হয় এবং সেই স্ত্রী ১২ বছরের কম বয়স্কা না হয়। আর যদি এমন হয় যে ধর্ষণের শিকার নারীটি তার স্ত্রী, যার বয়স ১২ বছরের কম, তবে সে ক্ষেত্রে ওই ব্যক্তি দুই বছর পর্যন্ত যেকোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থদণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।

নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ নম্বর ধারায়ও ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ডের কথা বলা আছে। তবে এ আইনে ধর্ষণের ফলে মৃত্যু হলে সে ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের কথা বলা আছে।

এর আগে, বুধবার (৭ অক্টোবর) আইনমন্ত্রী জানিয়েছিলেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। জনদাবির প্রেক্ষিতে বিষয়টির ভাল মন্দ দিক বিবেচনা করে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানিয়েছিলেন আইনমন্ত্রী।

এনএফ৭১/এনএম/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top