মির্জা আব্বাসকে আদালতে হাজির করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২৩, ২২:৪১

মির্জা আব্বাস

অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আগামী ১৬ জানুয়ারি আদালতে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ আছাদুজ্জামান এ আদেশ দেন। 

এ বিষয়ে দুদকের কোর্ট পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, ‘আগামী ১৬ জানুয়ারি মির্জা আব্বাস ও তাঁর স্ত্রী আফরোজা আব্বাসের বিরুদ্ধে মামলার অভিযোগপত্র গ্রহণের জন্য দিন ধার্য রয়েছে।’

আরও পড়ুন: তারেক-জোবায়দার সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।

গত ২৭ ডিসেম্বর তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মোহা. নুরুল হুদা মির্জা আব্বাস ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় আফরোজা আব্বাস জামিনে রয়েছেন। তবে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় করা মামলায় কারাগারে আটক আছেন মির্জা আব্বাস।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top