প্রধানমন্ত্রীর আশ্বাসে জনগণের আস্থা নেই: মোশাররফ

রায়হান রাজীব | প্রকাশিত: ৮ জানুয়ারী ২০২৩, ০৭:২৯

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন

'আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে' প্রধানমন্ত্রীর এ রকম আশ্বাসে জনগণের কোনো আস্থা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতির উদ্দেশে দেওয়া ভাষণের প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন।

আরও পড়ুন>>>জনগণের দুঃখ-কষ্টে পাশে থাকবে আওয়ামী লীগ: প্রধানমন্ত্রী

মোশাররফ  বলেন, প্রধানমন্ত্রী গতকাল বলেছেন আগামী নির্বাচন সুষ্ঠু হবে। এ দেশের কোনো জনসাধারণ কেউ এটা বিশ্বাস করে না। প্রধানমন্ত্রীর দেওয়া দলীয় সরকারের অধীনে নির্বাচন আমরা দেখেছি। ২০১৪ সালে নির্বাচন এ দেশের মানুষ বয়কট করেছিল। জনগণ ভোট দেয়নি, প্রার্থীও কেউ দাঁড়ায়নি আওয়ামী লীগ ছাড়া। আজ আন্তর্জাতিকভাবেও স্বীকৃত এটা। জাপানের রাষ্ট্রদূত নিজেই তা বলেছেন।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমানসহ অনেকে উপস্থিত ছিলেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top