বিদেশি ঋণ পরিশোধের চাপ নিয়ে যা বললেন অর্থমন্ত্রী

রায়হান রাজীব | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২৪, ২০:১৯

ছবি: সংগৃহীত

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, ‘বিদেশি ঋণ পরিশোধের প্রেসার (চাপ) তো কিছুটা আছে। তবে খুব যে বেশি প্রেসার বিষয়টা ওই রকম না। ঋণ পরিশোধের জন্য আমরা কি মরে গেছি?’

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত অর্থমন্ত্রীর দপ্তরে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশান (আইওএম) ও আইএফএডির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

মূল্যস্ফীতি বেড়ে যাওয়া নিয়ে তিনি বলেন, ‘মূল্যস্ফীতি কিছুটা অস্বস্তি আছে। একটা কমে, আরেকটা আবার বাড়ে। কী করব জোর করে ধরে নামাব? তবে একটু ধৈর্য্য ধরেন, সব কিছু ঠিক হবে।’



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top