যারা বইমেলার পরিবেশ নষ্ট করতে চায়, তাদের খুঁজছে ডিবি
রায়হান রাজীব | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২৪, ২০:৪৩
গোয়েন্দা (ডিবি) পুলিশ প্রধান হারুন অর রশিদ বলেছেন, এই গ্রুপটা কারা, যারা বইমেলার মধ্যে ঢুকে পরিবেশ নষ্ট করতে চায়, সাধারণ মানুষকে হয়রানি করতে চায়? তাদের উদ্দেশ্য কী সেটা খুঁজে বের করার চেষ্টা করছি। তাদেরও খুঁজছি।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান ডিবি প্রধান হারুন অর রশিদ।
এর আগে বিকেলে ডিবি কার্যালয়ে গিয়ে বইমেলা থেকে বের দেয়ার ঘটনায় হারুন অর রশিদের কাছে লিখিত অভিযোগ দেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।
বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে হিরো আলমকে দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বের করে দেন শতাধিক দর্শনার্থী।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।