মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

মানবতাবিরোধী অপরাধ মামলায় রাজসাক্ষী হচ্ছেন সাবেক আইজিপি মামুন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৬

ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধ মামলায় রাজসাক্ষী হচ্ছেন সাবেক আইজিপি মামুন। জুলাই–আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আজ জবানবন্দি দেবেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

মঙ্গলবার, ২ সেপ্টেম্বর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১, চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ক্যামেরা ট্রায়াল।

১০ জুলাই মামলায় নিজের দায় স্বীকার করে স্বপ্রণোদিত হয়ে রাজসাক্ষী হতে চান মামুন। এ পর্যন্ত ৩৫ জন সাক্ষ্য দিয়েছেন। তাদের বর্ণনায় উঠে এসেছে গত বছরের জুলাই–আগস্ট আন্দোলনে দেশজুড়ে হত্যাযজ্ঞ। শহীদ পরিবারগুলো এ ঘটনায় শেখ হাসিনা ও কামালসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

৫টি অভিযোগ, মোট ৮ হাজার ৭৪৭ পৃষ্ঠার নথি। সাক্ষী হিসেবে তালিকাভুক্ত ৮১ জন। আজকের সাক্ষ্যগ্রহণ সেই ধারাবাহিকতার অংশ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top