বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

ডাকসু নির্বাচনে আর বাধা নেই, ৯ সেপ্টেম্বর ভোট নিশ্চিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৪

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ—ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই। হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ বহাল রেখেও চেম্বার জজ আদালতের পূর্বের আদেশ বহাল রাখায় ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আজ বুধবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে, হাইকোর্ট এক রিট আবেদনের শুনানি নিয়ে ৩০ অক্টোবর পর্যন্ত নির্বাচন স্থগিত করেছিলেন। তবে সেই আদেশ চ্যালেঞ্জ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবেদন করলে চেম্বার জজ আদালত তাৎক্ষণিক স্থগিতাদেশ তুলে নেন।

ফলে চূড়ান্ত তফসিল অনুযায়ী, এবার ডাকসু নির্বাচনে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সহ-সভাপতি পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক পদে ১৯ জন, আর সহ-সাধারণ সম্পাদক পদে আছেন ২৫ জন প্রার্থী।

সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সদস্য পদে—১৩টি পদের জন্য লড়ছেন ২১৭ জন। সবকিছু ঠিক থাকলে, ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বহু প্রতীক্ষিত ডাকসু নির্বাচন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top