আটকে যাচ্ছে ৯০ হাজার শিক্ষকের বেতন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ মার্চ ২০২১, ০০:৪৭
প্রাথমিক স্কুলের শিক্ষকদের ইলেকট্রিক পেমেন্ট ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে বেতন দেওয়ার নিয়ম করে অর্থ মন্ত্রণালয়। আর এই লক্ষ্যে তাদের ‘আইবাস প্লাস’ সফটওয়্যারের মাধ্যমে তথ্য এন্ট্রি করতে বলা হয়। কিন্তু অধিকাংশ শিক্ষকের জাতীয় পরিচয়পত্রের সঙ্গে চাকরির অন্যান্য কাগজ, বয়স ও নামের মিল না থাকায় ৮১ হাজার ৯৪৬ শিক্ষকের বেতন বন্ধ হয়ে যাচ্ছে।
এসব শিক্ষক কবে বেতন পাবেন, তাও অনিশ্চিত। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র বলছে, ৮১ হাজারের বাইরে আরও ৮ হাজার ৪২২ জন শিক্ষকের কোনো তথ্য কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে এসব বিদ্যালয়ের শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পেতে জটিল পরিস্থিতির শিকার হবেন।
১৬ মার্চ অর্থ বিভাগের প্রোগ্রাম এক্সিকিউটিভ অ্যান্ড কো-অর্ডিনেটর (এসপিএফএমপি) সমন্বয়কারী (যুগ্ম সচিব) বিলকিস জাহান রিমি এসব প্রাথমিক শিক্ষককে দ্রুত তালিকাভুক্ত করার লক্ষ্যে তথ্য চেয়ে নিয়ন্ত্রক হিসাবরক্ষক (সিজিএ) ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দিয়েছেন।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।