• ** জাতীয় ** রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বৈশ্বিক সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ** কাজের ভিসায় অস্ট্রেলিয়া যেতে আগ্রহীদের জন্য সতর্কবার্তা ** রোহিঙ্গাদের আরও সাড়ে ১১ কোটি ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র ** সারাদেশ ** এবার আখাউড়া দিয়ে ভারতে গেল ৩ হাজার ২২৫ কেজি ইলিশ ** লক্ষ্মীপুরে ১০ দোকান আগুনে পুড়ে ছাই ** সারাবিশ্ব ** জাতিসংঘের বিপুল সংস্কার প্রয়োজন : জার্মান পররাষ্ট্রমন্ত্রী ** পাকিস্তান ভিক্ষা করছে, ভারত চাঁদে যাচ্ছে : নওয়াজ শরীফ ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন: https://www.newsflash71.com ** সংবাদ ও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন: fb/newsflash71bd ** সব ধরনের ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন: youtube.com/newsflash71 


এরশাদকে যারা স্বৈরাচার বলেছে তারাই একনায়কতন্ত্র কায়েম করেছে: জিএম কাদের

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৪ আগস্ট ২০২০ ১৩:১৫

জাতীয় পার্টির অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা| নিউজফ্ল্যাশ৭১.কম

 

কেরানীগঞ্জ(ঢাকা): জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন,সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে যারা স্বৈরাচার বলেছে তারাই ক্ষমতায় এসে গণতন্ত্রের নামে একনায়কতন্ত্র কায়েম করেছে।

তিনি বলেন, হুসেইন মুহাম্মদ এরশাদ ছিলেন একজন সফল রাজনীতিবিদ। তিনি কল্যাণমুখী রাজনীতি করেছেন। তিনি যেখানে সুযোগ পেয়েছেন, সেখানেই খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন।

শনিবার (১৮ জুলাই) দুপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেরানীগঞ্জের চুনকটিয়া এলাকায় আয়োজিত মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. রমজান আলী ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙা, ঢাকা জেলা যুব সংহতির সভাপতি ইউসুফ আলী লস্কর, সহ-সভাপতি মো. ইয়াহিয়াসহ অনেকে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

এই বিভাগের জনপ্রিয় খবর
Top