এরশাদকে যারা স্বৈরাচার বলেছে তারাই একনায়কতন্ত্র কায়েম করেছে: জিএম কাদের
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৪ আগস্ট ২০২০ ১৩:১৫

নিজস্ব সংবাদদাতা| নিউজফ্ল্যাশ৭১.কম
কেরানীগঞ্জ(ঢাকা): জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন,সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে যারা স্বৈরাচার বলেছে তারাই ক্ষমতায় এসে গণতন্ত্রের নামে একনায়কতন্ত্র কায়েম করেছে।
তিনি বলেন, হুসেইন মুহাম্মদ এরশাদ ছিলেন একজন সফল রাজনীতিবিদ। তিনি কল্যাণমুখী রাজনীতি করেছেন। তিনি যেখানে সুযোগ পেয়েছেন, সেখানেই খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন।
শনিবার (১৮ জুলাই) দুপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেরানীগঞ্জের চুনকটিয়া এলাকায় আয়োজিত মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. রমজান আলী ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙা, ঢাকা জেলা যুব সংহতির সভাপতি ইউসুফ আলী লস্কর, সহ-সভাপতি মো. ইয়াহিয়াসহ অনেকে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।