এনসিপি পাচ্ছে ‘শাপলা’ প্রতীক
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৫, ১১:৫১

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধনের পর নির্বাচনে তাদের কাঙ্ক্ষিত প্রতীক ‘শাপলা’ পেতে যাচ্ছে। নির্বাচন কমিশনের (ইসি) সূত্রের খবর, সম্প্রতি প্রকাশিত গেজেটে শাপলা প্রতীক অন্তর্ভুক্ত না থাকলেও এনসিপির আবেদন পেলে তা নতুন করে তালিকাভুক্ত করা হবে।
বিভিন্ন রাজনৈতিক দল যেমন বিএনপি, জামায়াতে ইসলামী ইত্যাদি এনসিপিকে শাপলা প্রতীক প্রদানের ক্ষেত্রে কোনো আপত্তি জানায়নি। বিএনপির এক সিনিয়র নেতা সংবাদকাগজকে বলেছেন, ‘প্রতীক ইস্যুতে ইসির সঙ্গে বিরোধে জড়ানো আমাদের কাজ নয়।’
এনসিপি নেতারা ইসির কাছে পুনরায় শাপলা প্রতীক বরাদ্দের জন্য আবেদন করেছেন। যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন বলেন, “শাপলা প্রতীক আমাদের দলের রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে গভীরভাবে যুক্ত। এটি জনগণের সঙ্গে দলের সম্পর্কের ভিত্তিও।” তিনি আরও জানান, তারা কমিশনের প্রক্রিয়া ও বিধিমালার প্রতি শ্রদ্ধাশীল থেকে নিজেদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় অনড়।
এদিকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার ক্ষেত্রে কোনো আপত্তি জানাবেন না।
৩০ সেপ্টেম্বর ইসি এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করার সিদ্ধান্ত ঘোষণা করে। তবে শাপলা প্রতীক তালিকায় না থাকায় কমিশন এখন নীতিগত ও প্রশাসনিক সমন্বয়ের মাধ্যমে এটি অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া গ্রহণ করবে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।