মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

খুলনায় গণঅধিকার পরিষদের নির্বাচনী প্রস্তুতি তুঙ্গে

খুলনা জেলা প্রতিনিধি: | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ১২:৪৩

ছবি: সংগৃহীত

ভিপি নূরুল হক নূরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের ঘোষণা দিয়েছে। স্বৈরশাসনের অধীনে ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার পর এবার তারা খুলনা জেলা থেকে ৬টি আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করেছে।

দলের জেলা সম্পাদক রাশেদুল ইসলাম জানান, রূপসা, কয়রা, দিঘলিয়া এবং নগরের বিভিন্ন এলাকায় সাংগঠনিক তৎপরতা ইতোমধ্যেই দৃঢ়ভাবে লক্ষ্য করা যাচ্ছে। জেলা সভাপতি বেলাল হোসেন বলেন, "গণঅধিকার পরিষদ প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে ভোটারদের মধ্যে সচেতনতা তৈরি করতে কাজ করছে।"

দলের প্রাথমিক প্রার্থী তালিকা অনুযায়ী:

  • খুলনা-১ আসনে জাহিদুর রহমান

  • খুলনা-২ আসনে রাশেদুল ইসলাম (এসকে রাশেদ)

  • খুলনা-৩ আসনে মোঃ জনি

  • খুলনা-৪ আসনে সোহেল চৌধুরী

  • খুলনা-৫ আসনে দুদকের আইনজীবী মোঃ খালিদ হোসেন

  • খুলনা-৬ আসনে জেলা সভাপতি বেলাল হোসেন

সূত্রের খবর, দলটি খুলনা নগরের শিববাড়ী ও জিরো পয়েন্টে জুলাই-আগস্টের আন্দোলনে সক্রিয় ছিল। বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণ তাদের সংগঠনকে জেলা ব্যাপি শক্তিশালী করেছে।

দলীয় কার্যক্রমের সময়ে শান্তিধাম মোড়স্থ পঞ্চবিথি ক্রীড়া চক্রের সাথে বিরোধ দেখা দিয়েছিল। তবে গণপূর্ত বিভাগ প্রধান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভবনে তালা ঝুলিয়ে দেয়ার মাধ্যমে পরিস্থিতি স্থিতিশীল করেছেন।

গণঅধিকার পরিষদ ইতিমধ্যেই খুলনার তরুণ ও সচেতন ভোটারদের মধ্যে নিজের অবস্থান শক্ত করার প্রচেষ্টা শুরু করেছে। দলের আশা, নির্বাচনে তাদের প্রার্থীসমূহ এই প্রতিবাদী কণ্ঠস্বরকে প্রতিনিধিত্ব করতে সক্ষম হবেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top