জশাহীতে মির্জা ফখরুল
ভারতের দাদাগিরি বন্ধ করা হবে
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫, ১৩:৪০
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের স্বার্থ সবসময় প্রাধান্য পাবে। তিনি জানান, সরকারের উচিত জনগণের ন্যায্য দাবিগুলো আদায় করা। নির্বাচিত সরকার ছাড়া তা সম্ভব নয়, আর জোর করে ক্ষমতা দখল করলে কোনো দাবি আদায় করা যায় না।
শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর উপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, দেশের পানির ন্যায্য হিস্যা আদায় ও সীমান্ত হত্যার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। তবে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে ভারতের দাদাগিরি বন্ধ করা। তিনি উল্লেখ করেন, স্বাধীনতার সময় ভারত সহযোগিতা করেছে, বর্তমানেও তা করতে পারে, তবে পূর্ববর্তী সরকারের সময়ে বাংলাদেশকে চাপে ফেলা হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের নদীমাত্রিক চরিত্র ও পদ্মা, মেঘনা ও যমুনা নদীর গুরুত্ব অপরিসীম। পদ্মার পানি আটকে দেওয়ার কারণে মানুষের জীবন-জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই ‘পদ্মা বাঁচাও’ আন্দোলনের আয়োজন করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে নদী ও পরিবেশ রক্ষা করা না গেলে দেশ টিকিয়ে রাখা কঠিন হবে।
শনিবার দুপুর ২টায় নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত বিএনপির পদ্মা বাঁচাও গণসমাবেশে অংশ নেবেন মির্জা ফখরুল।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।