সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের ৫ বছরের সাজা, রায়ে অসন্তুষ্ট নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ১৮:০৪

সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রায়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, “আমার এই রায়কে স্বাগত জানাই, তবে আমরা সম্পূর্ণ সন্তুষ্ট নই। চৌধুরী মামুনের সাজা আরও বেশি হওয়া উচিত ছিল।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানাবো। নিরাপত্তা উপদেষ্টা ভারত সফর করছেন, আমরা চাই তিনি হাসিনাকে সঙ্গে নিয়ে দেশে ফিরুন। একজন মাসের মধ্যে দেশে এনে রায় কার্যকর করা হোক।”

নাহিদ দাবি করেন, শেখ হাসিনা, কামালসহ অন্যান্য আওয়ামী লীগ নেতা যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন, তাদের বিচার অব্যাহত রাখতে হবে। তিনি নির্বাচনের পরও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম বন্ধ না রাখার অনুরোধ জানান।

এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও শেখ হাসিনার ফাঁসির আদেশ দেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top