কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহকক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ১৮:২৪
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তার প্রেস সচিব মো. ছফওয়ানুল করিম এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুপায়ন দেবের কাছ থেকে মনোনয়নপত্রটি সংগ্রহ করা হয়।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন নির্বাচনের তপশিল ঘোষণা করেন।
তপশিল অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ২৯ ডিসেম্বর। যাচাই-বাছাই শেষে প্রার্থিতা চূড়ান্ত করা হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।