গুলশানে জরুরি সভায় তারেক রহমান
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৪
বিএনপির স্থায়ী কমিটির জরুরি সভায় অংশ নিতে গুলশান কার্যালয়ে গেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভা ডাকা হয়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় তারেক রহমান গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করেন। এর আগে তিনি গুলশান অ্যাভিনিউয়ের বাসা থেকে কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন। সভায় তার আগমনের আগে দলের স্থায়ী কমিটির সদস্যরা ইতিমধ্যেই পৌঁছে যান।
এর আগে মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালে ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন। স্বাধীনতাযুদ্ধের সময় বন্দিজীবন কাটানো, দেশের সেনাপ্রধান ও প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে অভিজ্ঞতা অর্জন, স্বামী জিয়াউর রহমানের মৃত্যুতে অল্প বয়সেই বিধবা হওয়া—সব মিলিয়ে তিনি দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। রাজনীতিতে পা রাখা থেকে শুরু করে বিএনপির নেতৃত্বে আসা পর্যন্ত তারকা সাফল্যের ছাপ রেখেছেন খালেদা জিয়া।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।