শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

কুষ্টিয়া শহরে পৌর ড্রেনে ভাসছে কয়েক শত ফেনসিডিলের বোতল

কুষ্টিয়া থেকে | প্রকাশিত: ২৫ আগষ্ট ২০২১, ২২:৩৫

কুষ্টিয়া শহরে পৌর ড্রেনে ভাসছে কয়েক শত ফেনসিডিলের বোতল

কুষ্টিয়া শহরের পেয়ারাতলায় পৌরসভার ময়লার ড্রেনে ভাসছে শত শত নিষিদ্ধ ফেনসিডিলের খালি বোতল। বুধবার সকালে একসাথে এতগুলো নিষিদ্ধ নেশা জাতীয় ফেনসিডিলের খালি বোতল ড্রেনের মধ্যে ভাসতে দেখে হতবাক এলাকাবাসী। তবে কেউই বলতে পারছে না এতগুলো ফেনসিডিলের বোতল কিভাবে ড্রেনের ভিতরে আসলো।

এলাকাবাসীর ধারণা, গেল রাতে নেশা করার পরে ফেনসিডিলের খালি বোতল গুলো বস্তায় ভরে রাতে কোন এক সময় ফেলে দিয়ে গেছে কেউ। এ বিষয়ে কুষ্টিয়ার সচেতন নাগরিকরা বলছেন, একসাথে এতগুলো নেশাজাতীয় ফেনসিডিলের খালি বোতল ড্রেনের মধ্যে ভাসার বিষয়টি স্বাভাবিক নয়। তাদের দাবী যুবসমাজকে ভয়ংকর মাদকের হাত থেকে রক্ষা করতে পুলিশ প্রশাসনকে খুঁজে বের করতে হবে ফেনসিডিলের খালি বোতলের উৎস।

এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ শহীদুল মান্নাফ কবীর জানান, সেখানে দাঁড়িয়ে তো এক সাথে খেয়ে এতগুলো বোতল ফেলা সম্ভব হয়নি। আশপাশ এলাকায় অভিযান চালানো হবে। কোথা থেকে কি ভাবে আসলো এত বোতল।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: কুষ্টিয়া


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top