শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

লালমনিরহাটের পুরান বাজারে মন্দির-মসজিদের সহাবস্থান, বাঙালি সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ০০:৫৩

সংগৃহীত

পুরান বাজারে আজান ও পূজার অর্চনা একই আঙিনায় সম্পন্ন হচ্ছে। শত বছর ধরে মসজিদ ও মন্দির একসাথে বসবাস করছে এবং একে অপরের ধর্ম পালনকে সম্পূর্ণভাবে সম্মান করছে।

স্থানীয়রা জানাচ্ছেন, মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ এবং জুমার নামাজ অনুষ্ঠিত হয়, একই সময়ে সন্ধ্যায় মন্দিরে চলছে অর্চনা। মসজিদের খতিব বলেন, “পারস্পরিক শ্রদ্ধা এখানে নিয়ম। এক এলাকায় বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে, তাদের মধ্যে শান্তি, ঐক্য ও ভালোবাসা না থাকলে কখনোই স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।”

তিনি আরও উল্লেখ করেন, “অনেক এলাকায় হিন্দু-মুসলিম দাঙ্গার খবর শোনা যায়, কিন্তু এখানে আমরা একে অপরকে প্রয়োজনে সাহায্য ও সহযোগিতা করি।”

এ ঘটনায় সাধারণ মানুষ আনন্দ প্রকাশ করেছেন। দূর-দূরান্ত থেকে মানুষ আসেন মন্দির-মসজিদের সহাবস্থানের দৃশ্য দেখতে। এটি সম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

নাহার

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top