মিয়ানমার সীমান্ত থেকে মর্টারশেল ও গোলাগুলির তীব্র শব্দে কেঁপে উঠছে সীমান্ত এলাকা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ১৪:৪৯
কক্সবাজারের টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের সীমান্ত এলাকা শনিবার (১৩ ডিসেম্বর) ভোর থেকে প্রায় চার ঘণ্টা ধরে মর্টারশেল বিস্ফোরণ ও গোলাগুলির তীব্র শব্দে কেঁপে উঠেছে। মিয়ানমারের সীমান্ত থেকে ছোড়া গুলি স্থানীয় বাড়িঘরে পড়তে দেখা গেছে। নাফ নদীতে মর্টারশেল পড়ে ধোঁয়ার কুণ্ডলী ওঠার দৃশ্যও লক্ষ্য করা যায়।
হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু জানান, ভোর থেকে সকাল পর্যন্ত পুরো সীমান্ত এলাকায় এ ঘটনার কারণে সীমান্তবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। মোহাম্মদ হোসেন, আব্দুল কুদ্দুস ও সরওয়ার আলমের বাড়িতে গুলি এসে পড়েছে। নাফ নদীতে একটি মর্টারশেল পড়ে ধোঁয়া ওঠার দৃশ্যও প্রত্যক্ষ করা গেছে।
স্থানীয়রা জানান, ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত গুলি ও মর্টারশেলের শব্দ ঘরকোণা পর্যন্ত ভেসে এসেছে। সরওয়ার আলম বলেন, “সন্তানদের নিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছিলাম। বাড়ি কেঁপে উঠছিল এবং একটি গুলি টিনের ছাউনি ভেদ করে ঘরে পড়েছিল।”
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র জানান, ভোর থেকে সকাল পর্যন্ত মিয়ানমার সীমান্ত থেকে গোলাগুলির শব্দ এপারে ভেসে এসেছে এবং কয়েকটি বাড়িতে গুলি পড়েছে। টেকনাফ ২-বিজি ব্যাটালিয়ন অধিনায়কের সঙ্গে যোগাযোগ করা যায়নি। টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, খবর পেয়েছেন, খোঁজখবর নিচ্ছেন এবং বিষয়টি যাচাই করা হচ্ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।