কুমিল্লার দাউদকান্দি অংশে পুরনো সেতু ঝুঁকিপূর্ণ, দুর্ঘটনার আশঙ্কা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫:০৮
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি অংশে গোমতী নদীর ওপর অবস্থিত পুরনো সেতুটি চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সংস্কার না হওয়ায় সেতুর গার্ডার ও অ্যাবাটমেন্টে (সেতুর শেষ প্রান্তের কাঠামো) ত্রুটি দেখা দিয়েছে।
স্থানীয়রা জানাচ্ছেন, ভারী পণ্যবাহী ট্রাক, বাস ও কাভার্ড ভ্যান চলাচলের সময় সেতুর কম্পন বেড়ে যায়। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। স্থানীয় বাসিন্দা মো. লিমন বলেন, “সেতুতে উঠলেই মনে হয় দুলে উঠছে। গাড়ি চললে কাঁপন স্পষ্ট বোঝা যায়। যেকোনো সময় বড় দুর্ঘটনা হতে পারে।”
এক বাসচালক বলেন, “যাত্রী নিয়ে সেতু পার হতে ভয় লাগে। ভারী গাড়ি উঠলে এতটা কাঁপে যে স্টিয়ারিং ঠিক রাখা কঠিন হয়ে যায়। এটি খুবই ঝুঁকিপূর্ণ।” আরেক স্থানীয় বাসিন্দা আতিকুল ইসলাম শান্ত বলেন, “ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মতো ব্যস্ত সড়কে এমন ঝুঁকিপূর্ণ অবস্থা দীর্ঘদিন চললে প্রাণহানির পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।”
নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম বলেন, “সেতুর গার্ডার ও সম্প্রসারণশীল জোড়া (এক্সপ্যানশন জয়েন্ট) অংশের সংযোগস্থলে ত্রুটি দেখা দিয়েছে। ঝুঁকি কমাতে আপাতত নতুন নির্মিত চার লেনের সেতু দিয়ে উভয়মুখী যান চলাচলের ব্যবস্থা নেওয়া হয়েছে।”
সড়ক বিভাগের তথ্য অনুযায়ী, গোমতী নদীর ওপর এই পুরনো সেতুটি ১৯৯৫ সালে উদ্বোধন করা হয়। দুই লেনের এই সেতুর দৈর্ঘ্য প্রায় ১,৪১০ মিটার এবং প্রস্থ ৯.২ মিটার, এতে ১৭টি স্প্যান রয়েছে। প্রতিদিন প্রায় ১০ হাজার যানবাহন এই সেতুর ওপর দিয়ে চলাচল করে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।