বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২

কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের ওপর দা দিয়ে হামলা, যুবক গ্রেপ্তার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫, ১৩:৩৭

সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় ঢুকে পুলিশ সদস্যকে কুপিয়েছে বাহাদুর হোসেন বাদল (১৯)। এ ঘটনায় পুলিশ সদস্য শরিফুল ইসলাম গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে ঘটেছে এই ঘটনা। জানা গেছে, বাদল থানা সংলগ্ন লক্ষ্মীপুর গ্রামের মানিক মিয়ার ছেলে। সে নিয়মিত থানার বাউন্ডারির ভেতরে গরু নিয়ে প্রবেশ করত, যা থানার বিভিন্ন প্রজাতির ফল ও ফুল গাছ নষ্ট করত। এর ফলে তাকে একাধিকবার নিষেধ করা হয়েছিল।

মঙ্গলবার দুপুরে একাধিক গরু নিয়ে থানার ভেতরে প্রবেশ করার সময়, পুলিশ কনস্টেবল শরিফুল ইসলাম তাকে আবারও প্রবেশে বাধা দেন। ক্ষিপ্ত হয়ে বাদল তার হাতে থাকা দা দিয়ে শরিফুলের শরীরে আঘাত করে এবং মাথায় কোপ দেন। পরে পুলিশ এসে বাদলকে আটক করে থানায় নিয়ে যায়।

চৌদ্দগ্রাম থানার ওসি (তদন্ত) গুলজার আলম জানান, বাদল গত কয়েক বছর ধরে থানার এলাকায় নিয়মভঙ্গ করছিল। পুলিশের ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top