পাটগ্রাম সীমান্তে ভারতের চা বাগানে গাছ কাটার অভিযোগ, পতাকা বৈঠক আহ্বান
স্টাফ রিপোর্টার । ঢাকা | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২৬, ১৭:০৬
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতের অভ্যন্তরে একটি চা বাগানে চা গাছ কেটে ক্ষতি সাধনের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমাবার (৫ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে পাটগ্রাম উপজেলাধীন পাটগ্রাম ইউনিয়নের ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়ানের ধবলসতী বিজিবি বিওপি ক্যাম্প এলাকার সীমান্ত পিলার ৮২৮/৭–এর পাশে কাইতারবাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা ভারতের অভ্যন্তরে অবস্থিত একটি চা বাগানের আনুমানিক অর্ধশতক (১/২ শতক) জমির চা গাছ কেটে ক্ষতিসাধন করে।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ভারতের ফুলকার ডাবরি বিএসএফ ক্যাম্পের সদস্যরা বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)-এর সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে বিষয়টি নিয়ে আলোচনার জন্য অদ্য বিকেল আনুমানিক ৪টার দিকে (১৬.০০ ঘটিকা) ভারত-বাংলাদেশ সীমান্তের নো ম্যানস ল্যান্ডে কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক আহ্বান করা হয়।
পতাকা বৈঠকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রতিনিধিরা অংশ নেন। বৈঠক শেষে ঘটনার বিষয়ে বিস্তারিত অনুসন্ধান ও আলোচনার পর একটি ফলোআপ রিপোর্ট প্রেরণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।