সিলেট থেকে নির্বাচনি প্রচারণা শুরু তারেক রহমানের
সিলেট প্রতিনিধি | প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২৬, ০৯:৩০
মা বেগম খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ করে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে বর্তমানে সিলেটে অবস্থান করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (২১ জানুয়ারি) রাতে সিলেটে পৌঁছে তিনি প্রথমে হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করেন। এ সময় মাজার প্রাঙ্গণ ও আশপাশের এলাকা ‘দুলাভাই দুলাভাই’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে। তাকে একনজর দেখতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। মাজার প্রাঙ্গণে প্রবেশের সময় স্লোগান ও করতালির মধ্য দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তাকে স্বাগত জানান উপস্থিত নেতাকর্মীরা।
শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত শেষে তিনি হযরত শাহ পরান (র.)-এর মাজারে যান। সেখানে জিয়ারত শেষে বিএনপি চেয়ারম্যান স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে যাবেন। সেখানে মিলাদ, দোয়া মাহফিল এবং কেক কাটার আয়োজন রয়েছে।
এদিকে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনি সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।
উল্লেখ্য, ১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি তারেক রহমানের সঙ্গে জুবাইদা রহমানের বিয়ে হয়। জুবাইদা রহমান সাবেক নৌবাহিনী প্রধান ও ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কন্যা।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।