১১ বছরের দিপুনের কাঁধে সংসারের দায়িত্ব

হিলি থেকে | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২১, ২৩:৪৫

১১ বছরের দিপুনের কাঁধে সংসারের দায়িত্ব

এই বয়সে হেঁসে খেলে ও আনন্দ-উল্লাসে কাটানো কথা তার। কিন্তু বাবা অসুস্থ থাকায় অভাবের কারণে অটো চার্জার ভ্যান চালিয়ে ১১ বছরের দিপুনকে সংসারের ব্যয় ভার বহন করতে হচ্ছে।

দিনাজপুর জেলার হাকিমপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের মধ্যবাসুদেবপুর (মাঠপাড়া) আদিবাসী গ্রামের সুভেনের ছেলে দিপুন। পৌরসভার চুড়িপট্টি মোড়ে অটো ভ্যান নিয়ে অপেক্ষা করছে যাত্রীদের জন্য।

দিপুন সাথে কথা বলে জানা যায়, সে দক্ষিণ বাসুদেবপুর মডেল সরকারি প্রাইমারি স্কুলের ছাত্র। ক্লাস ফাইভে পড়ে। বাবা শরীরের অবস্থা ভালো না, তাই সংসার চালাতে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত রাস্তায় অটো চার্জার ভ্যান চালাতে হয়। করোনায় ভাইরাসের কারণে তেমন ভাড়া হয়না। যা আয় কোনমতে অসুস্থ বাবা নিয়ে চলে আমাদের সংসার।

ভ্যান চালক এনামুল বলেন, দিপুনের বাবা সুভেন আমরা এক সাথে অটো চার্জার রিক্সা চালাই। অনেক দিন ধরে দিপুনের বাবা অসুস্থ থাকায় অভাবের কারণে তার ছোট বাচ্চা দিপুন রাস্তায় অটো ভ্যান চালিয়ে পরিবারের জিবিকা নির্বাহ করছে।

হাকিমপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর এমরান হোসেন দুলাল জানান, সুভেনের পরিবারকে মাঝে মধ্যেই সহায়তা করা হয়ে থাকে। তার পরিবারে যাতে কোন সমস্যা না হয়। বিষয়টি দেখা হবে।

এনএফ/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top