শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

দুই বছরের জন্য ব্যাটিং পরামর্শক হচ্ছেন সিডন্স

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২১, ০১:২৩

দুই বছরের জন্য ব্যাটিং পরামর্শক হচ্ছেন সিডন্স

বাংলাদেশ দলের সাবেক হেড কোচ জেমি সিডন্স এবার নতুন দায়িত্ব নিয়ে আসছেন টাইগার ক্রিকেটে। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে দুই বছর মেয়াদে কাজ করবেন বাংলাদেশ ক্রিকেটে ব্যাটিং পরামর্শক হিসেবে। এর আগে জেমি সিডন্স বাংলাদেশ দলের হেড কোচের দায়িত্ব পালন করেন ২০০৭ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভা শেষে নাজমুল হাসান জানিয়েছেন সিডন্সকে ব্যাটিং পরামর্শক করার বিষয়টি।

পাপন জানিয়েছেন, “তাকে আমরা ব্যাটিং কনসালটেন্ট হিসেবে নিয়োগ দিচ্ছি। কোথায় করবে, কি করবে সেটা এখনও ফাইনাল করা হয় নাই, আশা করছি ফেব্রুয়ারীতেই হয়ত বা সব কিছু ঠিক থাকলে সে আমাদের এখানে ব্যাটিং কনসালটেন্ড হিসেবে জয়েন করবে।”

এদিকে ক্রিকেট অপারেশন্স বিভাগের নতুন চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, ফেব্রুয়ারি থেকে দুই বছরের জন্য ব্যাটিং পরামর্শকের দায়িত্ব পালন করবেন।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top