মতিঝিলে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

Nasir Uddin | প্রকাশিত: ১৭ মে ২০২৫, ২০:৩৬

ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিলে শাহজালাল ইসলামী ব্যাংক ভবনের পাশে একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১৭ মে) সন্ধ্যা সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে মতিঝিলে শাহজালাল ইসলামী ব্যাংক ভবনের পাশে একটি বাসা-বাড়িতে আগুনের সংবাদ পাওয়া যায়। ৬টা ২৫ মিনিটে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও দুইটি ইউনিট যোগ দেয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের চারটি ইউনিট কাজ করে সন্ধ্যা ৭টা ১৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সম্পর্কে কিছু জানা যায় নি বলেও জানান তিনি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top