বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

বহুজাতিক কোম্পানিতে অর্থপাচার রোধে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ

মিঠু মুরাদ | প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৭

ছবি: সংগৃহীত

কেন্দ্রীয় ব্যাংক বহুজাতিক কোম্পানির মাধ্যমে অর্থপাচার রোধে আরও শক্তিশালী নজরদারি গড়ে তোলার জন্য বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে। কর্মকর্তাদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগের কর্মকর্তাদের জন্য ‘বাংলাদেশে কার্যরত বহুজাতিক কোম্পানি থেকে ট্রান্সফার প্রাইসিংয়ের মাধ্যমে অর্থ পাচার প্রতিরোধ’ শীর্ষক কর্মশালায় প্রশিক্ষণার্থীদের কঠোর নজরদারি রাখার পরামর্শ দেন।
তিনি বলেন, বহুজাতিক কোম্পানিরা অনেক সময় ট্রান্সফার প্রাইসিংয়ের অপব্যবহার করে অবৈধভাবে অর্থ স্থানান্তর করে, যা দেশের রাজস্ব ও বৈদেশিক মুদ্রার রিজার্ভকে প্রভাবিত করে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, এই প্রশিক্ষণ কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি করবে এবং বৈদেশিক মুদ্রা লেনদেন পর্যবেক্ষণে তাদের সক্ষমতা উন্নত করবে।

বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগের পরিচালক মাহবুবুল আলম ট্রেড বেইজড মানিলন্ডারিং ও হুন্ডি প্রতিরোধের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সংকট নিরসন এবং বাজারে স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে বিভাগের ভূমিকা তুলে ধরেন। তিনি দেশের ও আন্তর্জাতিক প্রশিক্ষণের গুরুত্বের কথাও উল্লেখ করেন।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মো. কামরুজ্জামান, যিনি ট্রান্সফার প্রাইসিংয়ের মৌলিক ধারণা, ‘আর্মস লেন্থ প্রাইস’, সহযোগী প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক লেনদেনের নিয়মাবলী বিস্তারিতভাবে তুলে ধরেন।

প্রশিক্ষণ কর্মশালার প্রথম সেশনে ট্রান্সফার প্রাইসিংয়ের পটভূমি, বাংলাদেশে এর প্রয়োগ এবং আন্তর্জাতিক লেনদেনের তথ্য সংরক্ষণ পদ্ধতি আলোচনা করা হয়। দ্বিতীয় সেশনে ব্রাঞ্চ অফিস, কর-অবকাশপ্রাপ্ত কোম্পানি, ইপিজেড কোম্পানি, বেজ এরোশন অ্যান্ড প্রফিট শিফটিং ও ডিজিটাল অর্থনীতি সংক্রান্ত আধুনিক চ্যালেঞ্জগুলো তুলে ধরা হয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top