হাদি একজন নয়, হাদিরা হাজারে হাজার:মোস্তফা সরয়ার ফারুকী
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ১৫:৩২
ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট রোড এলাকায় শুক্রবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হন। ঘটনার সময় তিনি রিকশায় যাচ্ছিলেন, তখন হঠাৎ একটি মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা লক্ষ্য করে গুলি ছোড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
হাদির অপারেশন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সম্পন্ন হয়। পরবর্তীতে শরীরিক অবস্থা স্থিতিশীল থাকায় তাকে পোস্ট অপারেটিভ কেয়ার-এর জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার পর দেশের উচ্চপদে দায়িত্বশীল ব্যক্তিবর্গ নড়েচড়ে বসেছেন এবং এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বিষয়টিকে আসন্ন জাতীয় নির্বাচন ব্যাহত করার এবং জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে দেখা হচ্ছে।
এ প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘‘জুলাইতে ওরা শত শত স্বাধীনতাকামী মানুষকে খুন করেছে। এখনও খুনের রাজনীতি চালিয়ে যাচ্ছে। আমাদের অনৈক্যই খুনীদের শক্তি।’’ তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশে সতর্ক করেছেন, ‘‘ইলেকশনকেই সীমাবদ্ধ মনে করলে বড় ভুল হবে। বাংলাদেশের পুলসিরাত আগামী দশ বছরের জন্য গুরুত্বপূর্ণ।’’
ফারুকী আরও বলেছেন, ‘‘বাংলাদেশ আর কারও দাসত্ব করবে না। হাদি একজন নয়, হাদিরা হাজারে হাজার।’’
এই ঘটনায় রাজনৈতিক উত্তাপ বৃদ্ধি পেয়েছে এবং দেশের নির্বাচন প্রক্রিয়া ও নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ আরও প্রকট হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।