‘ইউফোরিয়া’ থেকে ‘দ্য হাউসমেইড’, বিতর্ক ও চ্যালেঞ্জে পূর্ণ ক্যারিয়ারে সিডনি সুইনি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৬:২০

সংগৃহীত

হলিউডের ২৮ বছর বয়সি অভিনেত্রী সিডনি সুইনি প্রায় এক দশক ধরে আলোচনায় রয়েছেন। ২০১৮ সালে ‘এভরিথিং সাকস’, ‘দ্য হ্যান্ডমেইড'স টেইল’ ও ‘শার্প অবজেক্টস’-এ অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পান। ২০১৯ সালে কোয়েন্টিন টারান্টিনোর ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’-এ অভিনয় করেন, এবং ২০২১ সালে এমি মনোনয়ন পান ‘দ্য হোয়াইট লোটাস’-এ অভিনয়ের জন্য। তবে তার খ্যাতি মূলত এসেছে এইচবিওর সিরিজ ‘ইউফোরিয়া’-এর মাধ্যমে।

সিডনি বলেন, ক্যারিয়ারের শুরুতে তিনি সপ্তাহে ৫ থেকে ১০টি অডিশন দিতেও কোনো ডাক পাননি, কিন্তু বিকল্প পরিকল্পনা থাকায় হাল ছাড়েননি। গত মে মাসে মুক্তি পাওয়া সিনেমা ‘রিয়েলিটি’-তে তিনি গ্ল্যামারহীন চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান।

২০২৪ সালের মার্চে পরিচালক ডেভিড মিচোডের সিনেমা ‘ক্রিস্টি’-তে বক্সিং কিংবদন্তি ক্রিস্টি মার্টিনের চরিত্রে অভিনয়ের জন্য নির্বাচিত হন। চরিত্রের জন্য তিনি ৩০ পাউন্ড ওজন বাড়ান এবং শারীরিক ও মানসিক কঠোর প্রস্তুতি নেন। যদিও সিনেমাটি বক্স অফিসে ব্যর্থ হয়, সিডনি মনে করেন, শিল্প শুধুমাত্র আয়ের জন্য নয়, প্রভাবের জন্যও করা হয়।

১৯ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত তার নতুন সিনেমা ‘দ্য হাউসমেইড’-এ তিনি আমান্ডা সেফ্রিডের সঙ্গে অভিনয় করেছেন। ৩৫ মিলিয়ন ডলারের বাজেটের এই ইরোটিক সাইকোলজিক্যাল থ্রিলার বক্স অফিসে ইতিমধ্যেই প্রায় ২৭ মিলিয়ন ডলার আয় করেছে।

সিডনি সুইনি বরাবরই বিতর্ক ও সমালোচনার মধ্যেই নিজের কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, “আমি এমন চরিত্র বেছে নিই, যা সাধারণত দর্শকদের প্রিয় নয়, এবং চাই তারা চরিত্রের প্রতি সহানুভূতি অনুভব করুক।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top