পোষা বিড়াল ‘জেবু’কে নিয়ে অনুভূতি প্রকাশ জাইমার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৩:৫১

সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে তার পোষা বিড়াল ‘জেবু’কে ঘিরে উত্থাপিত কৌতূহল নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়েছেন।

সোমবার ফেসবুকে দেওয়া পোস্টে জাইমা রহমান লিখেছেন, জেবুর সঙ্গে পরিবারের আবেগ, দায়িত্ব ও ভালোবাসার স্মৃতি তাকে মুগ্ধ করেছে। তিনি বলেন, “যে কোনো প্রাণী লালন-পালন করা মানে বড় দায়িত্ব নেওয়া। জেবু আমাদের পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছে। আব্বু-আম্মু ঘরে ফেরার আগে জেবুর খবর নেন, তারপর আমার।”

জাইমা আরও বলেন, সন্ধ্যায় তার বাবার অনলাইন মিটিং চলাকালীন জেবু বাবার কোলে বসে থাকত এবং তার সঙ্গে আবেগ ভাগাভাগি করত। নিজের সঙ্গে জেবুর বিশেষ সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন, “জেবু যেন সব সময় আমার মনের অবস্থা বুঝে, ছোট্ট পা আর কোমল ছোঁয়া দিয়ে সঙ্গ দিত।”

বিদেশে বসবাসের কারণে পোষা প্রাণীর পরিবেশ বদলের বিষয়টিও তুলে ধরেছেন তিনি। জাইমা বলেন, “জেবু এখন মহাদেশ পেরিয়ে একেবারে নতুন দুনিয়ায় এসেছে। ওর জন্য এই পরিবর্তন অনেক বড় আর কষ্টের।”

পোষা প্রাণীর মাধ্যমে পাওয়া মানবিক শিক্ষা নিয়েও তিনি লিখেছেন, “জেবুর মাধ্যমে আমরা ধৈর্য শিখেছি, বড়-ছোট সব প্রাণির প্রতি মমতা শিখেছি। ভালোবাসা প্রজাতির সীমা মানে না।”

পোস্টের শেষাংশে জাইমা জেবুর এক বিশেষ দিক শেয়ার করেছেন। তিনি বলেন, “জেবু কখনো ‘মিউ মিউ’ করে না। খুশি বা অবাক হলে পাখির মতো নরম ডাক দেয়। অনুমতি ছাড়া কোলে নিলে হালকা বিরক্তিতে গোঁ গোঁ করে। যে বিড়াল ওর পছন্দ নয়, তাদের দিকে জোরে চিৎকার করে।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top