শেখ হাসিনা ও কামালের সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ১৫:৩৬

সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল‑১ আজ (সোমবার) তার রায়ের সঙ্গে আদেশ দিয়েছে যে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল‑এর নামে দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়া হবে। 

বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেয়। 

ট্রাইব্যুনালের রায়ে উল্লেখ করা হয়েছে যে, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান বিরুদ্ধে জুলাই-আগস্ট ২০২৪‑এর গণ-অভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করার বড় দায়িত্ব রয়েছে। 

একইসঙ্গে, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, যিনি রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন, তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

রায় ঘোষণা করার সময়, আদালত ৬ অধ্যায়ে, মোট ৪৫৩ পৃষ্ঠার রায়ের প্রথম অংশ পাঠ শুরু করে। 

প্রসিকিউশন (অভিযুক্ত‑পক্ষ) এই সম্পদ বাজেয়াপ্তির প্রস্তাব করেছিল এবং তাদের যুক্তি ছিল যে বাজেয়াপ্ত সম্পদগুলো জুলাই হত্যাকাণ্ডের সময় নিহতদের পরিবার ও আহতদের মধ্যে ক্ষতিপূরণ হিসেবে ব্যবহৃত হওয়া উচিত। 

এই মামলায় প্রসিকিউশনের আইনজীবীরা সবচেয়ে কঠোর সাজা — মৃত্যুদণ্ড — চান, এবং ট্রাইব্যুনালও সেই দৃষ্টিতে রায় দিয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top