শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

ওসমান হাদিকে গুলি করা একজন শনাক্ত: ডিএমপি কমিশনার

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৩

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় একজন সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে। শিগগিরই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ঘটনার তদন্ত চলমান রয়েছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। তবে আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযুক্তের সন্ধানদাতার পরিচয় গোপন রাখা হবে এবং তথ্য প্রদানকারীকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে।

মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। তিনি বর্তমানে এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট সড়কে ওসমান হাদির ওপর গুলি চালানো হয়। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা গেছে, ওসমান হাদি আরেকজনের সঙ্গে একটি ব্যাটারিচালিত রিকশায় যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।

কী কারণে তাকে গুলি করা হয়েছে, তা এখনও নিশ্চিত নয়। তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, সিসিটিভি ফুটেজে যাকে গুলি ছুড়তে দেখা গেছে, তিনি ঘটনার দিন সকাল থেকেই হাদির সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top