সরকারি সফরে কাতার গেলেন সেনাপ্রধান
Nasir Uddin | প্রকাশিত: ৩ মে ২০২৫, ১২:২৩

রাষ্ট্রীয় সফরে কাতার গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (০৩ মে) আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সফরকালে তিনি কাতারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সেই সঙ্গে সামরিক বাহিনী সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতার লক্ষ্যে মতবিনিময়ও করবেন।
এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও কাতারের প্রতিরক্ষা সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সফর শেষে সেনাপ্রধান আগামী ৫ মে দেশে ফিরবেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।